চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবাসহ আহসানুল সগীর নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মীরা। এ সময় তার কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। শনিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের প্রবেশ পথে তাকে আটক করা হয়।
বিমানবন্দর বেবিচকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, শনিবার সকালে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৪১৪ যাত্রী ছিলেন আহসানুল সগীর। বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশি চৌকিতে তার লাগেজের ভেতরে একটি কার্টনে আচারের প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়। তাকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে আহসানুল সগীর জানিয়েছেন প্যাকেটটি অপরিচিত একজন ব্যক্তি তার হাতে দেয় চালালি (প্রবাসীদের জন্য উপহার) হিসেবে। এই ইয়াবা চালানের সাথে তার কোন সম্পৃক্ততা নেই।’
বিডি-প্রতিদিন/মাহবুব