নগরের চান্দগাঁও থানার মোহরা রেললাইন এলাকায় এক তরুণীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। খুনের পর রেললাইনের উপর ফেলে যাওয়া লাশটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিহতের বয়স আনুমানিক ১৬ বছর। তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের কর্মকর্তা।
ওসি আবুল কালাম বলেন, মোহরা রেললাইনের উপর এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ওই তরুণীর মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করে রেললাইনের উপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হওয়ায় তাদের জানানো হয়েছে বিষয়টি। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।
এদিকে চট্টগ্রাম রেলওয়ের ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন