শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০টি সোনার বার উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের তল্লাশি চৌকি দেখে সোনার বারভর্তি প্যাকেট ফেলে চোরাকারবারি পালিয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে শাহ আমানত বিমানবন্দরের মূল প্রবেশপথে সোনার বারগুলো পাওয়া যায়।
কোস্টগার্ড পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশির জন্য থামার সংকেত দেওয়া হয়। পরে তিনি কালো পলিথিনের একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যান। প্যাকেটে প্রায় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার পাওয়া যায়। এর আনুমানিক দাম ১ কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন