জার্মান ভাষা শিখানো এবং জার্মানিতে উচ্চশিক্ষার তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ডী স্প্রাখের আয়োজনে আগামী ১২ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘নিরবিচ্ছন্নতা’ শীর্ষক চিত্র প্রদর্শনী। দেশের বরেণ্য ১২ চিত্রশিল্পীর কর্ম নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ডী স্প্রাখের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এ প্রদর্শনীর প্রধান অতিথি থাকবেন জার্মান দূতাবাসের কালচারাল এ্যাটাচে ইনেস ডোরশাক-বর্গ। সোমবার দুপুরে ডী স্প্রাখের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সংস্থাটির পরিচালক জয়ন্ত চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী কিংশুক দাশ চৌধুরী।
পরিচালক জয়ন্ত চৌধুরী বলেন, ‘২০০৭ সালে এ প্রতিষ্ঠানের যাত্রা। প্রতিষ্ঠানের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা ব্যাতিক্রম কিছু অনুষ্ঠান আয়োজন করছি। তিনটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘জার্মানিতে উচ্চ শিক্ষা’ শীর্ষক সেমিনার। ৯ জুলাই এশিয়ান ইউনিভার্সিটি ফর ওম্যানে, ১০ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ১১ জুলাই চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১২ জুলাই সন্ধ্যায় ডী স্প্রাখের জামাল খান কার্যালয়ে অনুষ্ঠিত হবে ১২ শিল্পীর চিত্রপ্রদর্শনী। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, নাসিমা আকতার, সুফিয়া বেগম, শায়লা শারমিন, কিংশুক দাশ চৌধুরী, জয়দেব রোয়াজা, কাজী সোহানা সুলতানা, তসলিমা আকতার, সঞ্জয় চক্রবর্তী, রিপন সাহা, নিত্যানন্দ গাইন, শারদ দাশ ও জিহান করিম।’
তিনি বলেন, আগামী ১৭ জুলাই বিকাল ৫টায় ডী স্প্রাখে কার্যালয়ে অনুষ্ঠিত হবে ‘আধ্যাত্মিক সাহিত্যে চট্টগ্রামের অবদান’ শীর্ষক সেমিনার। সেমিনারে অংশগ্রহণ করবেন ড. সেলিম জাহাঙ্গীর, ড. জিনবোধী ভিক্ষু, ফাদার লিউনার্ড ও নারায়ণ কান্তি সিকদার।
বিডি প্রতিদিন/এ মজুমদার