গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বুধবার সংবাদ সম্মেলন করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিএমপি’র উপ-কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ।
সংবাদ সম্মেলনে বলা হয়- কয়েকদিন ধরে একটি চক্র গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছেলেধরা গুজব ছড়িয়ে বাবাকে ছেলের সামনে মেরে আহত করছে। কেউ যদি এ ধরণের গুজব ছড়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আহত ব্যক্তি মারা গেলে হত্যা মামলায় অভিযুক্ত হবে গুজব সৃষ্টিকারী ব্যক্তি।
সিএমপি’র পক্ষ থেকে বলা হয়- গুজব প্রতিরোধ করতে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে সিএমপি। বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। চট্টগ্রাম নগরের দুইটি ঘটনায় একজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। দুইটি ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
সংবাদ সম্মেলনে সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এমএম মেহেদী হাসান, উপ-কমিশনার (বন্দর) হামিদুল আলম, উপ-কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ, উপ-কমিশনার (ডিবি-উত্তর) মিজানুর রহমান, উপ-কমিশনার (ডিবি-বন্দর) এসএম মোস্তাইন হোসেনসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার