চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেছেন, ‘উপমহাদেশে জঙ্গিবাদ ও মাদক ঠেকাতে সংস্কৃতির চর্চায় সবাইকে আরো বেশি করে উৎসাহিত করতে হবে। সংস্কৃতি চর্চা এসব অপকাজ ঠেকাতে সহায়ক ভূমিকা রাখে। উপমহাদেশের যুব সমাজ ক্রমশ মাদক ও জঙ্গিবাদের দিকে যাচ্ছে। তরুণদের এ কাজ থেকে বিরত এবং এটি প্রতিরোধ করতে প্রয়োজন বেশি করে সংস্কৃতি চর্চা।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ভারতীয় এ কূটনীতিক বলেন, ‘মাদক ও জঙ্গিবাদ নির্মূলে সংস্কৃতি হলো সব থেকে বড় হাতিয়ার। সাম্প্রতিক সময়ে আমরা চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। অন্য জেলাগুলোতেও এ ধরনের আয়োজন করতে চাই।’
ভারতের সহকারী হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের উন্নতিতে আমরা গর্ববোধ করছি। এই উন্নতির কৃতিত্ব বাংলাদেশের মানুষের। ৪৭ বছরে বাংলাদেশ অর্থনৈতিক-সামাজিকভাবে অনেক উন্নতি করেছে। বাংলাদেশের উন্নতি এখন বিশ্বের উদাহরণ। মাথা পিছু আয়, মানবসম্পদ, অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জন করায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করার সুপারিশ দিয়েছে জাতিসংঘ। দেশের উন্নয়নের বিষয়টি যারা দেশে থাকে তারা বুঝতে পারেন না, কিন্তু যারা বাইরে থেকে আসে তারা বুঝতে পারে।’
তিনি বলেন, উন্নয়নের কৃতিত্ব বাংলাদেশের আপামর মানুষের। এ কৃতিত্ব সবার। তবে উল্লেখযোগ্য কথা হলো, বাংলাদেশের মানুষ- খুব পরিশ্রমী। পরিশ্রম না করলে উন্নতি হয় না। আশা করি বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নতি করবে।’
চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম তুলে ধরে অনিন্দ্য ব্যানার্জি বলেন, ‘জানুয়ারি মাসের পর থেকে আর চট্টগ্রাম অফিসে ভিড় হচ্ছে না। চট্টগ্রাম ডিভিশনে তিনটা ভিসা কালেকশন সেন্টার করেছি- কুমিল্লা, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ায়। এখন কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা আর এখানে আসে না। তাই খুব তাড়াতাড়ি আপনাদের ভিসা প্রসেস হয়ে যায়।
তিনি বলেন, ২০১৬ সালে চট্টগ্রাম ভিসা সেন্টার থেকে এক লাখ ৪০ হাজার ভিসা দেয়া হয়। ২০১৭ সালে তা বেড়ে হয় এক লাখ ৬০ হাজারে। ২০১৮ সালে এ সংখ্যা হয় এক লাখ ৮৯ হাজার। চলতি বছর এ সংখ্যা বেড়ে দুই লাখ থেকে দুই লাখ ১০ হাজার পর্যন্ত হতে পারে।
চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি স্বপন মল্লিক, জ্যেষ্ঠ সাংবাদিক ওমর কায়সার ও সালাউদ্দিন রেজা। উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার