নিষেধাজ্ঞা শেষে অবশেষে সাগরে জাল ফেলা শুরু করেছে জেলেরা। সাগরে মাছ ধরার প্রথম দিন থেকেই জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশসহ নানা মাছ। ৬৫ দিন শেষে মাছ ধরা শুরু হওয়ায় জেলে পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ।
উত্তর চট্টলা উপকূলীয় মৎসজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনের সভাপতি লিটন দাস বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে পেরে খুশি জেলেরা। এতোদিন বেশির ভাগ জেলে নিষেধাজ্ঞার কারণে মাছ ধরতে না পারায় ঋণ নিয়ে সংসার সামলেছেন। এখন তারা মাছ ধরতে শুরু করলেও ঋণের টাকা শোধ করতে অনেক সময় লাগবে। আশার কথা হচ্ছে প্রথম দিন থেকেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। তাই জেলেদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে।’
জেলেদের সাথে কথা বলে জানা যায়, প্রথম দিন থেকেই জালে পড়ছে পর্যাপ্ত মাছ। ইলিশসহ নানা মাছ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে। প্রথম দিনই ঘাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিভিন্ন ঘাটে রকম ভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৩শ' থেকে সাড়ে তিনশ' টাকায়।
জেলেদের মতে- শুরুতে ইলিশের দাম একটু বাড়তি। আগামী কয়েকদিন পর ইলিশের দাম আরো কমে আসবে।
বিডি প্রতিদিন/হিমেল