নিখোঁজের একদিন পর সাব্বির উদ্দিন ইকন নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইকন ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে এ শিশুকে গলা কেটে হত্যা করে হয়েছে তা জানতে পারিনি। এ খুনের রহস্য উম্মোচন এবং জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।
নিহত ইকনের বাবা সাহাব উদ্দিন বলেন, কারো সাথে আমার শত্রুতা নেই। কেউ তাকে হত্যা করার কথাও না। কিন্তু কি কারণে আমার ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছি না। এ ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছি।
গত বৃহস্পতিবার বিকেলে বিবিরহাট এলাকায় টেলিভিশন মেরামত করতে যায় ইকন। এরপর থেকে নিখোঁজ ছিল ইকন। রাতেই এ বিষয়ে ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ওই শিশুর পরিবার। শুক্রবার বিকেলে পাইন্দং এলাকা থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল