ইংল্যান্ড বিশ্বকাপে অসামান্য নৈপুণ্যে দেখানো বিশ্বের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল মঙ্গলবার এমএ আজিজ স্টেডিয়ামে সাকিবকে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানা স্বরূপ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরের চাবি তুলে দেবেন মেয়র।
রবিবার সিটি কর্পোরেশন ভবনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সংবর্ধনা কমিটির আহবায়ক আলী আব্বাস, ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার