চট্টগ্রামের নাগরিকগণ হাতে হাত রেখে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ক্যাসিনো এবং কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছেন। শনিবার দুপুরে নাগরিক সমাজের এই মানববন্ধন ও সংহতি সমাবেশ অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠন ছাড়াও ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। নাগরিকদের এ সমর্থনসূচক ঐক্যে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনও সমর্থন জানিয়ে চট্টগ্রামে দুর্নীতি, সন্ত্রাস ও ক্যাসিনো মালিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে এমনই ঘোষণা দেন মেয়র নাছির।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী’র সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের সঞ্চালনায়ে অনুষ্ঠিত মাবনবন্ধন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ও প্রাবন্ধিক লেখক শেখ মুজিব আহমেদ।
একাত্বতা প্রকাশ করে এতে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও পরিবেশবিদ অধ্যাপক মুহাম্মদ ইদরিস আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সফর আলী, চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, মোহাম্মদ ঈসা, চসিক কাউন্সিলর গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহ সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার সেন, আওয়ামী লীগ নেতা মো. ইসা, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ সাহা, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান উল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদ সাবেক সাধারণ সম্পাদক সুমন দেব নাথ, কবি অ্যাডভোকেট তুতুল বাহার, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, ছড়াকার ও লেখক আ ফ ম মোদাছের আলী, আইনজীবী ও কবি তুতুল বাহার, মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু, নগর যুবলীগের সদস্য ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন, এম এ মান্নান শিমুল, সুমন সাহেদ সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুকসুদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি টিপু শীল জয়দেব, রুমকী সেন গুপ্ত, উমুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক সভাপতি কারিমা বেগম বিজলী, ব্রাইট বাংলাদেশ ফোরামের শামসের নাহিদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী, নগর ছাত্রলীগ নেতা ইয়াছির আরাফাত বাপ্পী, মাকসুদুর রহমান মাসুদ, এম আই শহীদ, আইন কলেজ ছাত্রলীগের সাবেক জিএস জাফর আলম রবিন, বাউবি ছাত্র ঐক্যপরিষদের সভাপতি কারিমা বেগম বিছলি, ব্রাইট বাংলাদেশের শামশের নাহিদ, সাংস্কৃতিক কর্মী কবি সজল দাশ, নারায়ন দাশ, জনি বড়ুয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক