১২ অক্টোবর, ২০১৯ ২১:২৭

পতেঙ্গা সৈকতে বাসি রঙ মেশানো চিংড়ি-কাঁকড়া ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পতেঙ্গা সৈকতে বাসি রঙ মেশানো চিংড়ি-কাঁকড়া ধ্বংস

চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩০ কেজি বাসি ও রঙ মেশানো চিংড়ি এবং সামুদ্রিক কাঁকড়া ধ্বংস করা হয়েছে। এ সময় ৬টি রেস্টুরেন্টকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। 

এতে সহযোগিতা করে টুরিস্ট পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অভিযান পরিচালনা করেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, খাদ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না এবং কাঁকড়া ও চিংড়িতে অননুমোদিত রঙ ব্যবহার, বেশি দামে বোতলজাত পানি বিক্রয় করায় জরিমানা করা হয়েছে। এছাড়া নোংরা জমানো পানিতে বাসন-কোসন ধৌত করায় অন্য একটি রেস্টুরেন্ট জরিমানা করাও হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর