Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ অক্টোবর, ২০১৯ ২০:৫১

তিনদিনে সিএমপির ৯ ওসিসহ ১৪ জনের বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তিনদিনে সিএমপির ৯ ওসিসহ ১৪ জনের বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বদলি আতঙ্ক বিরাজ করছে। গত ৩ দিনে দুই দফায় ৯ ওসিসহ ১৪ জনকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে নগরীর চান্দগাঁও ও বন্দর থানার ওসিসহ সাতজন ইন্সপেক্টর ও ৬ জন ট্রাফিক ইন্সপেক্টরকে দেশের বিভিন্ন স্থানে বদলির আদেশ দেন পুলিশ কমিশনার মাহবুবর রহমান। 

সিএমপির সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে জানিয়ে তিনি বলেন,  বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে বদলির এ আদেশ আসে। আদেশ অনুযায়ী, বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে চট্টগ্রাম রেঞ্জে, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তীকে সিলেট রেঞ্জে বদলি করা হয়। একই আদেশে ডিবির পরিদর্শক আতিক আহমেদ চৌধুরীকে সিআইডি ঢাকাতে, সিটি এসবির ফজলুল করিম সেলিমকে সিলেট রেঞ্জে, সাইফুল আলম চৌধুরী, মর্জিনা আকতার মজু ও আসাদ করিম চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

বিডি-প্রতিদিন/মাহবুব


আপনার মন্তব্য