১৪ অক্টোবর, ২০১৯ ১১:২১

মিয়ানমার থেকে আনা অধিকাংশ পিঁয়াজই পঁচা

অনলাইন ডেস্ক

মিয়ানমার থেকে আনা অধিকাংশ পিঁয়াজই পঁচা

ফাইল ছবি

ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ভারত পিঁয়াজ রফতানি বন্ধ করায় মিয়ানমারের বাজার ধরতে দেশের ব্যবসায়ীরা চট্টগ্রামমুখী হওয়ায় এই বাজারে লাগামহীনভাবে পিঁয়াজের দাম বাড়ছে।

চাহিদা দ্বিগুণ বাড়লেও প্রতিনিয়ত কমছে সরবরাহ। পাশাপাশি মিয়ানমার থেকে আনার পথে নানা জটিলতায় পচে যাচ্ছে অধিকাংশ পিঁয়াজ। এ অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, সংকট সমাধানে নতুন বাজার খোঁজার পাশাপাশি সরকার হস্তক্ষেপ না করলে সংকট আরও তীব্র হবে।

 চট্টগ্রামের খাতুনগঞ্জে স্বাভাবিক সময়ে দিনে পিঁয়াজের চাহিদা সাড়ে ৩০০ টন। ভারত রফতানি বন্ধ করায় বিকল্প দেশ মিয়ানমার থেকে আসা পিঁয়াজের বাজার এখন খাতুনগঞ্জের দখলে। তাই সারা দেশের ব্যবসায়ীরা এ বাজারমুখী হওয়ায় চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৪ থেকে ৫০০ টনে। কিন্তু খাতুনগঞ্জে প্রতিদিন মিয়ানমারের পিঁয়াজ আসে মাত্র ১০০ থেকে ১৫০ টন।

ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার থেকে আমদানি করা পিঁয়াজের অধিকাংশই পঁচা। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা।

পিঁয়াজ পচার জন্য অতিরিক্ত বোঝাই ও টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষকে দায়ী করেছেন ব্যবসায়ীরা।
এ অবস্থায় সংকট সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যাবসায়ী কল্যাণ সমিতি।

চট্টগ্রামের খাতুনগঞ্জে ১০০ এর বেশি পিঁয়াজের আড়ৎ রয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর