১৬ অক্টোবর, ২০১৯ ১৬:৫৭

বছরব্যাপী চলবে চসিকের মশক নিধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বছরব্যাপী চলবে চসিকের মশক নিধন কর্মসূচি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সারাবছর ধরে ডেঙ্গুসহ মশাবাহিত সব ধরনের রোগ থেকে নগরবাসীকে নিরাপদ রাখতে মশক নিধন কর্মসূচি পরিচালনা করবে। বুধবার সকালে নগরের ডিসি হিলে এলাকায় মশা নিধন পরিচালনার মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন ইকবাল, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।   

সিটি মেয়র বলেন, পরিচ্ছন্নকর্মীরা নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করবে। কোনো ওয়ার্ডে যদি ওষুধ ছিটাতে না দেখেন আপনারা নাগরিক দায়িত্বপালন করবেন। দায়িত্ব নিয়ে এ ব্যাপারে চসিককে সরাসরি সুনির্দিষ্টভাবে তথ্য দিয়ে অবহিত করবেন। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’  

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ি, বাড়ির আঙিনা ও ছাদে যাতে মশা বংশ বিস্তার করতে না পারে তার জন্য নিজ নিজ অবস্থান থেকে নিজ বাসা-বাড়ি পরিস্কার রাখতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে মশার প্রজননক্ষেত্র ধবংস করা সম্ভব। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতনতার পরিচয় দিতে হবে।’


বিডি প্রতিদিন/এ মজুমদার

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর