১৬ অক্টোবর, ২০১৯ ১৭:০৪

কর্ণফুলী নদীতে ডুবে গেছে খনন কাজের বালুর জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে ডুবে গেছে খনন কাজের বালুর জাহাজ

কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডলফিন জেটির অদূরে খননকাজে নিয়োজিত একটি বাল্কহেড (বালু রাখার জাহাজ) ডুবে গেছে। জাহাজে থাকা ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর সূত্রে জানা গেছে, ‘ফারজানা ফারহান আজমির-৫’ নামের বাল্কহেডটির সঙ্গে আরেকটি জাহাজের সংঘর্ষ হয়। এসময় জাহাজটির তলা ফেটে গেলে ধীরে ধীরে ডুবে যায়।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি বাল্কহেড ডুবে গেছে। তবে বাল্কহেড ডুবির ঘটনাস্থলে নিরাপদ জাহাজ চলাচলের জন্য মার্কিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব দ্রুত জাহাজ সরিয়ে নেওয়া হবে। আপাতত জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর