১৮ অক্টোবর, ২০১৯ ১২:২০

চার্জার লাইটের ব্যাটারির ভেতর ১৩০ পিস স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চার্জার লাইটের ব্যাটারির ভেতর ১৩০ পিস স্বর্ণের বারসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এবার চার্জার লাইটের ভেতর থেকে সাড়ে সাত কোটি টাকার সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কতৃপক্ষ। এ সময় জয়নাল আবেদীন নামে এক বিমান যাত্রীকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে জয়নাল সংযুক্ত আবর আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে আসেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়নালকে গ্রেফতার করা হয়। এরপর ৬টি চার্জার লাইটের ভেতর থেকে ১৩০ পিস সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। যার বাজার মূল্য সাড়ে সাত কোটি টাকা। এ ঘটনায় পতেঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

বিডি প্রতিদিন/কালাম/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর