টানা অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃতরা হলেন-ফোরকান, মোজাম্মেল হক, জীবন, মানিক এবং রাজীব। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় টানা অভিযান চালানো হয়। অভিযানে ৫ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল