চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কার্ডিওলজি ক্যাথ ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কার্ডিওলজি বিভাগে ফলক উম্মোচনের মাধ্যমে কার্ডিওলজি ক্যাথ ল্যাব ১ও ২ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চমেক হাসপাতালের মূল ভবনের দ্বিতীয় তলার হৃদরোগ বিভাগে কার্ডিলজি ক্যাথল্যাব স্থাপন করা হয়। এ ল্যাবের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামের মানুষ হৃদরোগের চিকিৎসায় এনজিওগ্রাম, এনজিও প্লাস্টিক (রিং পরানো), স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপন করা সম্ভব হবে।
ক্যাথ ল্যাব উদ্বোধনের পর কার্ডিওলজি বিভাগের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চমেক হাসপাতালের পরিচালক ব্রি জেনারেল মোহসেন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্ডিলজি বিভাগের প্রধান ডা. প্রবীর কুমার দাশ, বক্তব্য রাখেন চমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ, বিএমএ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, হৃদরোগ বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার আবুল হোসেন শহীন ও ডা. রিজোয়ান রেহান প্রমুখ।
সিটি মেয়র বলেন, ‘শহরমুখি জনতার চাপ নগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেমনি বৃহত্তর চট্টগ্রামের এই হাসপাতালে রোগীও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় চমেক হাসপাতালকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ৫০০ বেডের এই হাসপাতাল পরবর্তীতে ১৩১৩ শয্যায় উন্নীত হলেও জনবল বৃদ্ধি পায়নি। ৫০০ বেডের জনবল দিয়েই চলছে চমেক হাসপাতাল। এই জনবল দিয়েই গড়ে প্রতিদিন সাত হাজার রোগীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া রোগী হিসেবে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রতিদিন আউট ডোরে চিকিৎসা সেবা নিচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার রোগী।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল