২১ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩১

ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

ফুলেল শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে চট্টগ্রামবাসী। বৃহস্পতিবার রাতে একুশের প্রথম প্রহর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। নানান শ্রেণি পেশার মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।

একুশের প্রথম প্রহরে সিএমপি’র সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর একে একে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার এসএম রশিদুল হক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, টুরিস্ট পুলিশ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, পিবিআই, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শিল্প পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ, বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর, সিভিল সার্জন চট্টগ্রাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, আনসার, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ও বিভিন্ন সামাজিক সংগঠন।

বিডি-প্রতিদিন/মাহবুব/সেলিম

সর্বশেষ খবর