২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:০২

চসিক নির্বাচনে কাউন্সিলর পদে এক ওয়ার্ডে সর্বনিম্ন ২, সর্বোচ্চ ১২ প্রার্থী

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চসিক নির্বাচনে কাউন্সিলর পদে এক ওয়ার্ডে সর্বনিম্ন ২, সর্বোচ্চ ১২ প্রার্থী

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে এবার সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন প্রার্থী নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে সংরক্ষিত ১৪ ওয়ার্ড এবং সাধারণে ৪১ ওয়ার্ডে মোট ২৭৮ জন নির্বাচন করছেন। এতে পৃথকভাবে বিভিন্ন ওয়ার্ডে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিদ্রোহী প্রার্থীও রয়েছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছেন। এখানে মেয়র পদেও ৯ জন প্রার্থী দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

বৃহস্পতিবার মেয়রসহ কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন বলে জানান চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা ও চসিকের রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, সারাদিন উৎসবমুখর পরিবেশে নিয়মতান্ত্রিকভাবে শৃংখলা মেনেই প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেন। আগামী ১ মার্চ মনোনয়ন ফরম যাচাই বাছাই করা হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চসিকের নির্বাচনে এবার মেয়র পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের রেজাউলি করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলনের জান্নাতুল ইসলাম, ইসলামি ফ্রন্টের এমএ মতিন, ইসলামিক ফ্রন্টের ওয়াহেদ মুরাদ, জাপার প্রার্থী সোলায়মান আলম শেঠ, এনপিপি আবুল মনজুর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে খোকন চৌধুরী এবং তানজির আবেদীন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। তাছাড়া ৫৮ জন সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৬ জন, ৩নং ওয়ার্ডে ৫ জন, ৪নং ওয়ার্ডে ৬ জন, ৫নং ওয়ার্ডে ৩ জন, ৬নং ওয়ার্ডে ৬ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন, ১০ নং ওয়ার্ডে ৪ জন, ১১নং ওয়ার্ডে ৪ জন, ১২নং ওয়ার্ডে ২ জন, ১৩নং ওয়ার্ডে ৩ জন, ১৪নং ওয়ার্ডে ২ জন।

একইভাবে ৪১টি ওয়ার্ডে ২২০ জন সাধারণ কাউন্সিলর নির্বাচন করছেন। এদের মধ্যে ১নং ওয়ার্ডে ৯ জন, ২নং ওয়ার্ডে ৬ জন, ৩নং ওয়ার্ডে ১১ জন, ৪নং ওয়ার্ডে ১২ জন, ৫নং ওয়ার্ডে ৯ জন, ৬নং ওয়ার্ডে ২ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন, ১০নং ওয়ার্ডে ৩ জন, ১১নং ওয়ার্ডে ৬ জন, ১২নং ওয়ার্ডে ৫ জন, ১৩নং ওয়ার্ডে ৭ জন, ১৪নং ওয়ার্ডে ৫ জন, ১৫নং ওয়ার্ডে ৪ জন, ১৬নং ওয়ার্ডে ৪ জন, ১৭নং ওয়ার্ডে ৪ জন, ১৮নং ওয়ার্ডে ৩ জন, ১৯নং ওয়ার্ডে ৬ জন, ২০নং ওয়ার্ডে ৩ জন, ২১নং ওয়ার্ডে ৮ জন, ২২নং ওয়ার্ডে ৩ জন, ২৩নং ওয়ার্ডে ৬ জন, ২৪নং ওয়ার্ডে ৫ জন, ২৫নং ওয়ার্ডে ৩ জন, ২৬নং ওয়ার্ডে ৮ জন, ২৭নং ওয়ার্ডে ৪ জন, ২৮নং ওয়ার্ডে ৪ জন, ২৯নং ওয়ার্ডে ৪ জন, ৩০নং ওয়ার্ডে ৪ জন, ৩১নং ওয়ার্ডে ৪ জন, ৩২নং ওয়ার্ডে ৫ জন, ৩৩নং ওয়ার্ডে ৬ জন, ৩৪নং ওয়ার্ডে ৬ জন, ৩৫নং ওয়ার্ডে ২ জন, ৩৬নং ওয়ার্ডে ৫ জন, ৩৭নং ওয়ার্ডে ৪ জন, ৩৮নং ওয়ার্ডে ৮ জন, ৩৯নং ওয়ার্ডে ৩ জন, ৪০নং ওয়ার্ডে ৫ জন, ৪১নং ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গতঃ চসিকের নির্বাচনে এবার মেয়র পদে ১১ জন মেয়র পদে, ৭৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৪৪১ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর