২৮ ফেব্রুয়ারি, ২০২০ ২১:১২

চট্টগ্রামে টপ সয়েল ও পাহাড় কাটতে খাল ভরাট করে সড়ক!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে টপ সয়েল ও পাহাড় কাটতে খাল ভরাট করে সড়ক!

রাতের আধারে অবৈধভাবে কাটা হয় প্রাকৃতিক পাহাড়। লোক চক্ষুর আড়ালে কাটা হয় ধানী জমির উপরের মাটি (টপ সয়েল)। এখানেই শেষ নয়, এসব অবৈধ মাটি পরিবহনের জন্য তৈরি করা হয় সড়কও। অথচ সড়কটি তৈরি করা হয় খাল ভরাট করেই। এভাবেই টপ সয়েল আর পাহাড়ের মাটি কেটে সাবাড় করছে একটি চক্র। 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়ার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে অভিযান পরিচালনা করে ভরাট করা খালের সড়ক উচ্ছেদ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে এবং টপ সয়েল কেটে ইটভাটাসহ বিভিন্ন ভাবে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় দিয়ে দেখা যায়, এসব মাটি পরিবহন করতে খাল ভরাট করে সড়কও তৈরি করা হয়। দুপুরে অভিযানে গিয়ে প্রায় দুই ঘণ্টা ড্রেজার দিয়ে মাটি উপড়ে ফেলে খাল উদ্ধার করা হয়।’ 

তিনি বলেন, ‘অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। তবে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান এর নেপথ্যে থাকায় সড়কটি কে নির্মাণ করেছে এ ব্যাপারে স্থানীয়রাও কেউ মুখ খুলছে না। আমরা চেষ্টা করছি বিষয়টি উদঘাটন করতে। নাম-পরিচয় পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

বিডি প্রতিদিন/হিমেল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর