শিরোনাম
২৮ ফেব্রুয়ারি, ২০২০ ২২:১২

চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা, দুই পুলিশসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা, দুই পুলিশসহ আহত ৫

অটোমেটেড ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্টের যে মেশিনটি ব্লাস্ট হয়েছে

চট্টগ্রাম নগরীর একটি পুলিশ বক্সে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আরাফাত ভূঁইয়া নামে পুলিশের একজন সার্জেন্ট এবং আতাউর নামে এক এএসআই আহত হয়েছেন।

শুক্রবার রাতে পাঁচলাইশ থানাধীন ২নং গেইট এলাকার একটি পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

এ সময় তিন পথচারী-জাহিদ বিন জাহাঙ্গীর, মো সুমন এবং এক শিশু আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

সিএমপি অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ বক্সে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটা বিস্ফোরণ বলে ধারণা করছি। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এরই মধ্যে আলামত সংগ্রহ করছে সিএমপির বোমা ডিস্পোজল ইউনিট। ঢাকা থেকেও বিশেষজ্ঞ দল আসছে।

তিনি আরও বলেন, এ ঘটনার সাথে ঢাকার ঘটনার যোগসূত্র রয়েছে কি না তা নিশ্চিত নই। বিষয়টা তদন্ত করা হচ্ছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রাফিক কনস্টেবল নুরুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই বক্সে কোনো থলে কিংবা বস্তু ছিল না। রাত সাড়ে আটটায় হঠাৎ বিস্ফোরণ হয়। 

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, এ ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।


বিডি-প্রতিদিন/শফিক/বাজিত হোসেন/সেলিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর