চট্টগ্রামে স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ কর্মীদের পরিবহণ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এরইমধ্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পরিবহণ সুবিধা দিতে প্রত্যেক থানার ওসিদের নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।
সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, সাধারণ ছুটির কারণে গণপরিবহণ বন্ধ থাকায় কর্মস্থলে যাতায়াত করতে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। এতে করে চিকিৎসা সেবা ব্যঘাত ঘটতে পারে। তাই যে সমস্ত চিকিৎসক ও স্বাস্ত্য কর্মী আমাদের সুবিধা নিতে চান তাদের গাড়ির সুবিধা দেবে পুলিশ। ২৪ ঘন্টা এ সুবিধা গ্রহণ করতে পারবেন তারা।’
জানা যায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ছুটির কারণে গণপরিবহণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে করে সময় মত কর্মস্থলে যেতে পারছেন না অনেকে। তাই তাদের পরিবহন ভোগান্তি দূর করতে এ উদ্যোগ নিয়েছে পুলিশ। এ সেবা নিতে সিএমপির হট নম্বর (০১৪০০৪০০৪০০) নম্বরে ফোন করতে হবে। ফোনে ঠিকানা জানালে গাড়ি নিয়ে পুলিশ পৌঁছে যাবে। ২৪ ঘণ্টা এ সুবিধা পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        