১০ এপ্রিল, ২০২০ ২০:২০

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে মোবাইল অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে মোবাইল অ্যাপ

চট্টগ্রামের করোনাভাইরাস সংক্রমণের সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারী করবে মোবাইল অ্যাপ। পাশাপাশি কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি পালানোর চেষ্টা করলে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হবে ওই ব্যক্তিকে। একই সাথে ওই ব্যক্তির বিষয়ে বার্তা দেবে পুলিশকে। কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এমন অ্যাপ চালু করেছে পুলিশ।

সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, অ্যাপসটি জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে। একই সাথে তাদের নজরদারী সহজ হবে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সংস্পর্সে এসে পুলিশে সদস্যের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার যে ঝুঁকি ছিল তাও কমে আসবে।

জানা যায়, গত বৃহস্পতিবার ‘নিরাপদ Stay Home, Stay Safe’ নামে অ্যাপটি চালু করা হয় সিএমপিতে। প্রাথমিক ভাবে নগরীর ১৬ থানায় এ সেবা চালু করা হয়েছে। পরবর্তিতে পুরো দেশে এ সেবা চালু করা হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর