করোনাভাইরাসের প্রকোপে নিন্মবিত্ত ও খেটে খাওয়া মানুষ তো বটেই, মধ্যবিত্তরাও অনেকটা বিপর্যয়ের মুখে। নিজের সম্মান ও আত্মমর্যাদার কারণে কারো কাছে মুখ খুলেন না। এমন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট। মধ্যবিত্তের তালিকা তৈরি করে গোপনে এসব পরিবারে গোপন উপহার হিসাবে শুকনা খাবার এবং কাঁচা তরকারি পৌঁছে দিচ্ছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। গত ১০ দিনে প্রায় এক হাজার পরিবারে এসব দেওয়া হয়।
জানা যায়, সুবিধাভোগীদের ফোনকলের তথ্যের ভিত্তিতে জরিপের মাধ্যমে তালিকা প্রস্তুত করছে যুব রেড ক্রিসেন্ট। প্রতিদিনই নগরের কিছু এলাকাকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এসব গোপন উপহার। স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ছবি না তুলে উপহারগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। রবিবার দেওয়া হয় নগরীর কোতোয়ালি, নিউ মার্কেট, খাতুনগঞ্জ, চেরাগী পাহাড়, দামপাড়া, পাথরঘাটা, এনায়েত বাজার, চকবাজার, চান্দগাঁও এলাকায়। উপহার সামগ্রীর মধ্যে আছে, চাল, আলু, মসুর ডাল, পেঁয়াজ, লবণ, তেল, টমেটো, বেগুন, ঢেড়স, বরগটি, করল, মরিচ। প্রতি প্যাকেটে প্রায় ১৮ থেকে ২০ কেজি পর্যন্ত খাবার দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেন, ‘রেড ক্রিসেন্ট দুর্যোগকালীনসহ সব সময় মানুষের পাশে থাকে। করোনাভাইরাস প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই নানাভাবে চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সংকট চলাকালীন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এসব কার্যক্রম অব্যাহত রাখবে।’
চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের প্র্রচার ও প্রকাশনা বিভাগের উপ-প্রধান মোহাম্মদ মিছবাহ উদ্দিন বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০টি পরিবারে রেড ক্রিসেন্টের গোপন উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি প্যাকেটে প্রায় ২০ কেজি পর্যন্ত শুকনা খাবার ও কাঁচা তরকারি থাকে।’
বিডি প্রতিদিন/হিমেল