হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফিকে নিয়ে কোন ধরণের গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তার পুত্র মাওলানা আনাস মাদানী। একই সাথে আল্লামা শফির শারীরিক অবস্থা সন্তোষজনক বলেও জানিয়েছেন তিনি। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিদাতা আনাস মাদানী হেফাজতে ইসলামের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আনাস মাদানী বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি বর্তমানে ঢাকার আজগর আলী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা সন্তোষজনক এবং তিনি শঙ্কামুক্ত। বিশেষজ্ঞ দল তার নিয়মিত চেক আপ করছেন। ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ সুপরিকল্পিতভাবে গুজব রটাচ্ছে। যা দুঃখজনক। এ ধরণের গুজব না ছড়ানোর জন্য তিনি অনুরোধ করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন