সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বোতলজাত সয়াবিন তেল খোলাবাজারে বিক্রির দায়ে হাটহাজারীতে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরী হাট এলাকায় বিসমিল্লাহ স্টোর নামে একটি মুদি দোকান থেকে ৭০ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
ইউএনও জানান, আলমগীর নামে ওই মুদি দোকানি সয়াবিন তেলের বোতল থেকে টিসিবির স্টিকার মুছে অন্য কোম্পানির সয়াবিন তেলের সঙ্গে বিক্রি করছিলেন। কয়েকটি বোতলে আমরা টিসিবির স্টিকার লাগানোও পেয়েছি। এরকম ৭০ লিটার টিসিবি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের