নগরীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর ইউনিটগুলো নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছে। শনিবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত নগরীর লালখান বাজার ওয়ার্ডে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে।
ব্রিগেড কর্মকর্তা মেজর তৌহিদ বলেন, আমরা ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর সদস্যরা চট্টগ্রামের লালখান বাজার এলাকায় নিম্নআয়ের হতদরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। তাছাড়া আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে করোনাভাইরাস এর বিস্তাররোধে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ সরকারের নির্দেশনা মোতাবেক সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সবাই যেন বাসায় অবস্থান করেন সে বিষয়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল