চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একজন মাওলানাকে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১২ টায় চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা শায়ের মুহাম্মদ সাগর (৪২) মারা যান বলে জানান হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক কামাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, মাথায় ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।
শায়ের মুহাম্মদ সাগর কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের অলির বাপের বাড়ির মৃত মুহাম্মদ হাশেমের ছেলে।
নিহতের ছোট ভাই মুহাম্মদ জাফর জানান, আমার ভাই একজন কবিরাজ। রবিবার বিকেলে আমাদের শিকলবাহা বাড়িতে চারজন মানুষ আসে। তাদের মুখে মাস্ক ছিল। তারা একজন রোগীকে চিকিৎসা দেয়ার কথা বলে আমার ভাইকে নিয়ে যায়। রাত ৯ টার দিকে খবর আসে রক্তাক্ত অবস্থায় পশ্চিম চরলক্ষ্যা এলাকার গোয়ালপাড়ার রাস্তা পাশে ভাই পড়ে রয়েছে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ ইসমাইল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা হত্যার কারণ কী সেটা এখনো জানা যায়নি।
এর আগে রবিবার রাত ৯ টায় তাকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৮ এবং ৯ ওয়ার্ডের মধ্যবর্তী পশ্চিম চরলক্ষ্যা গোয়ালপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় শায়েরকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে নগরের চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তাকে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ