দেশে করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরীর ৮ নং শুলকবহর ওয়ার্ড এলাকায় ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন এলাকার সচেতন মানুষ ও বিশিষ্টজনরা। সরকারের পাশাপাশি এসব মহতি উদ্যোগকে অনেকেই স্বাগতও জানিয়েছেন। গরিব-অসহায় সাধারণ মানুষের পাশে থেকে ত্রাণসহ নানাবিধ খাদ্য সামগ্রী বিতরণ করছেন এসব মানুষ।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজসেবক, সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ।
তিনি এসময় বলেন, খাদ্যদ্রব্য প্রচুর মজুদ থাকা সত্তেও কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বাড়তি নিচ্ছে। প্রায় এলাকায় লকডাউনে বাসায় থাকা মানুষগুলোর দুর্ভোগ পোহাতে হচ্ছে নানা সমস্যায়। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত জোরদার করতে হবে জেলা প্রশাসনের প্রতি দাবী জানান। তাছাড়া এসব নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের সংখ্যা বাড়িয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দিয়েও এ কার্যক্রম তদারকি করা যায়। এতে করে পবিত্র রমজান মাসে জনগণ কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
এ সময় ৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, রতন কান্তি চৌধুরী, আশরাফুল গনি চৌধুরী, মোহাম্মদ মুসা, চট্টগ্রাম নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, জহির উদ্দীন সুমন, সাইফুল মান্নান শিমুল, স্নেহময় চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন ভুইয়্যা, শেখ সরফুদ্দীন সৌরভ, ডা. ধীমান সেন, আব্দুল হাসেম, নিজাম উদ্দীন মাহমুদ ইমন, শম্ভু দাশ, শেখ আহাদ মিনহাজ, শেখ ইমতিয়াজ সাহেদ, মো. দেলোয়ার প্রমুখ। ত্রাণ সামগ্রী বিতরণ শেষে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্বের বিষয়টি বিবেচনা করে ওয়ার্ডের বিভিন্ন মহল্লার ঘরে ঘরে খাদ্য সামগ্রীগুলো পৌছে দেন বলে নেতৃবৃন্দরা জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সাইদুল ইসলাম