চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপুল এলাকার আজিজিয়া হোটেলের সামনে পানির ড্রাম থেকে আব্দুল কাদের (২৬) নামের এক পান দোকানির লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল কাদের উপজেলার জিরি ইউনিয়নের উত্তর দেয়াং এলাকার আবদুল গণি সওদাগর বাড়ির আবদুল মোনাফের ছেলে।
আব্দুল কাদের কালারপুল এলাকার আজিজিয়া হোটেলের সামনে পানের দোকান করতেন। ঘটনার পর আজিজিয়া হোটেলের কর্মচারী জসিম (৩৫) আটক করা হয়। চমেক হাসপাতালে ময়নাতদন্তের পর বিকালে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
স্থানীয়রা বলেন, করোনা পরিস্থিতির কারণে হোটেলটি বন্ধ থাকলেও হোটেলটির সামনে আবদুল কাদের পান বিক্রি করতেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিল। ভাইয়েরা তার খোঁজ না পেয়ে মঙ্গলবার রাতে হোটেলের ভেতর ঢুকে দেখেন ড্রামের ভেতর আবদুল কাদেরের লাশ। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কালারপুল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোহাম্মদ হানিফ বলেন, ‘দোকানের ভেতর ড্রামে মৃত অবস্থায় পান দোকানি কাদেরকে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তার কাছ থেকে টাকা কিংবা মোবাইল ছিনতাই করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে জসিম নামের এক হোটেল কর্মচারিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল