চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। টানা ১৯ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
চট্টগ্রামে মোট আক্রান্ত ৪০ জন, এর মধ্যে মারা যান ৫ জন। বর্তমানে ফলে চিকিৎসাধীন আছেন ২৮ জন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘আক্রান্ত পাঁচ রোগীর পরপর দুইবার পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট আসে। তাই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’
জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত সিনিয়র স্টাফ নার্স হাজেরা বেগম বলেন, ‘আক্রান্ত করোনা রোগীরা গত ১৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের সবার আন্তরিক প্রচেষ্টায় তারা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তাছাড়া বর্তমানে ভর্তি রোগীরাও স্থিতিশীল অবস্থায় আছেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল