চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মো. সরোয়ার কামাল প্রকাশ লিটন (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাত ১০ টায় আমানবাজার রহমান মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার মো. সরোয়ার কামাল প্রকাশ লিটন হাটাহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ এলাকার আবদুর রহিমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহামুদুল হাসান মামুন বলেন, ‘আমানবাজার রহমান মার্কেট থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৭৮ পিস ইয়াবাসহ মো. সরোয়ার কামাল প্রকাশ লিটন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সরোয়ার কামালের বিরুদ্ধে হাটহাজারী থানায় চারটি মামলা রয়েছে। তাকে হাটাহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল