চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত আরো তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এর মধ্যে দুইজন নগরীর এবং একজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত¡বধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘আজ তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সর্বশেষ নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাই তাদের ছাড়পত্র দেওয়া হয়। সঙ্গে তাদের সার্বক্ষণিক বাসায় থাকতে এবং হাসপাতাল থেকে দেওয়া ব্যবস্থাপত্র মেনে চলতে বলা হয়েছে।’
জানা যায়, চট্টগ্রামে করোনা শনাক্ত হয় মোট ৪৩ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ২৬ জন এবং জেলার বাসিন্দা ১৭ জন। ইতোমধ্যে মারা যান পাঁচজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেন ১০ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল