চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিনবাজারে বেশি দামের বিক্রয়ের জন্য কৃত্রিম রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে দোকানদার হাতেনাতে ধরা পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কাছে। শনিবার নগরীর উক্ত বাজারের মোস্তাকের দোকানে মাংসে কৃত্রিম রং দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দোকানে রাখা রং ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় চান্দগাঁও, কোতয়ালী ও পতেঙ্গা থানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এতে সিএমপি পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, পানি মেশানো রং গরুর মাংসে মেশানো হচ্ছিল তাজা দেখানোর জন্য। উক্ত দোকানে জরিমানা ছাড়াও মেসার্স খাজা, হজরত কালুশাহ্ স্টোর এবং আর রহমান স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা করে জরিমানাসহ সতর্ক করা হয়। তাছাড়া হারুন স্টোরকে নকল চেরি বিক্রয় করায় ৩ হাজার টাকা জরিমানা করে চার প্যাকেট নকল চেরি ধ্বংস করা হয়।
পতেঙ্গা থানার স্টিলমিল বাজারের বিসমিল্লাহ ব্রয়লার হাউসকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা এবং আরাফাত কুলিং কর্নারকে ইফতার সামগ্রী খোলা অবস্থায় বিক্রির জন্য সংরক্ষণ করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তাদের বিক্রেতা যদি বেশি মূল্যে পণ্য বা ওষুধ বিক্রি বা বিক্রির প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন নম্বরে (১৬১২১) অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার