করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই স্বাস্থ্য সুরক্ষা উপকরণগুলোর সংকট দেখা দেয়। বাজারে হাতেগোণা কিছু পাওয়া গেলেও তা বর্ধিত মূল্যে কিনতে হচ্ছে স্বাস্থ্যকর্মীসহ গ্রাহকদের। তবে চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতকরণে স্বাস্থ্যকর্মী, গ্রাম পুলিশ ও ত্রাণবিতরণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের দিতে তৈরি করা হচ্ছে ফেসশিল্ড।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফেসশিল্ডের নমুনা উন্মোচন করেন পটিয়ার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা। প্রাথমিকভাবে ৩০০ ফেসশিল্ড চলতি সপ্তাহের মধ্যে স্বাস্থ্যকর্মী, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক ও মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিতদের কাছে পৌঁছানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা জরুরি। এমন সময়ে বাজারে ফেসশিল্ডেরও সংকট আছে। তাছাড়া এগুলো ব্যয়বহুলও। তবে স্থানীয় উপকরণ ব্যবহার করে মাত্র ২৬ টাকা খরচে একটি ফেসশিল্ড তৈরি করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত সুরক্ষা নিশ্চিতকরণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এগুলো তৈরি বাড়ানো হবে।
বিডি প্রতিদিন/আল আমীন