সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফি। রবিবার দুপুরে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে চট্টগ্রামের হাটাহাজারী মাদ্রাসায় আসেন।
শফিপুত্র মাওলানা আনাস মাদানী বলেন, অবস্থা শঙ্কামুক্ত হওয়ায় চিকিৎসকরা ওনাকে রিলিজ দিয়েছেন। বর্তমানে তিনি স্বাভাবিক আছেন। দুপুরে তিনি হেলিকপ্টারযোগে মাদ্রাসায় পৌঁছান। বর্তমানে তিনি মাদ্রাসায় অবস্থান করছেন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল শারীরিক নানা জটিলতার কারণে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আল্লামা শফি। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার আসগর আলী মেডিকেল নিয়ে যাওয়া হয়। এতোদিন ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন