স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক। রবিবার বিমানবাহিনীর একটি টিম চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এবং জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের কাছে এসব ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
এসময় এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিমানবাহিনী প্রধানের নির্দেশে জাতির এই সংকটাপন্ন মূহুর্তে বিমানবাহিনীর পক্ষ থেকে পিপিই বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বিমান বহিনী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে অসামরিক এলাকার বিভিন্ন রাস্তা ও সড়কে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে। এ পরিস্থিতি যতদিন চলবে বাংলাদেশ বিমানবাহিনী ততদিন জাতির পাশে থাকবে।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম বলেন, বিমানবাহিনীর একটি টিম সকালে সৌজন্য সাক্ষাত করে বেশ কিছু ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। যা চিকিৎসা সেবা প্রদানে আমাদের স্বাস্থ্যকর্মীদের কাজে আসবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের