চট্টগ্রামের রাউজান উপজেলায় বিতান বড়ুয়া (৪০) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। রবিবার বিকেল আনুমানিক ৪টার দিকে বিতান বড়ুয়াকে রাউজানের পশ্চিম গহিরা অংকুরি ঘোনায় গুলি করে হত্যা করা হয়।
তিনি পশ্চিম গহিরা ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, এ ঘটনা সম্পর্কে খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে জড়িতদের সম্পর্কে খোঁজ চলছে। মামলার পর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বিতান বড়ুয়ার স্ত্রী জয়শ্রী বড়ুয়া জানান, ৮ জন সন্ত্রাসী ৪টি মোটরসাইকেল যোগে তার স্বামী বিতান বড়ুয়ার মৎস্য হ্যাচারির সামনে গিয়ে গুলি করে হত্যা করে। গুলির শব্দে এলাকার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা হাটহাজারী থানার গড়দুয়ারা সড়ক হয়ে পালিয়ে যায়। এ বিষয়ে রাউজন থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন