চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড বড়পোল সংলগ্ন এলাকায় একটি মাছবাহী পিকআপ উল্টে খাদে পড়ে যায়। এসময় চালকসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- আসাদ মিয়া (৪০), মো. সুজা (২২) ও শফিউল আলম (৩২)।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরো জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার পাশা রব হোসেনের নেতৃত্বে ২টি গাড়ি উদ্ধার অভিযান চালায়। এতে আহত তিনজনকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার