চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষায় আসল আরো আট হাজার কিট। রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে গত মঙ্গলবার রাতে কিটগুলো পাঠানো হয়। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসকে (বিআইটিআইডি) পাঁচ হাজার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবকে দেওয়া হয় তিন হাজার। এর আগে গত ১৬ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষায় এক হাজার ৯২০টি কিট দেওয়া হয় বিআইটিআইডিকে।
জানা যায়, বিআইটিআইডিতে গত মঙ্গলবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৭০২টি। তবে চমেক হাসপাতালের ল্যাবটি নমুনা পরীক্ষার জন্য এখনো প্রস্তুত হয়নি। ল্যাবটি চালু হতে আরো সাতদিন সময় লাগতে পারে। তবে ল্যাব চালু না হলেও করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় তিন হাজার কিট সংগ্রহ করেছে।
এদিকে, চট্টগ্রাম নগরের ইপিজেড এবং বায়েজিদ থানাধীন এলাকায় দুইজনের করোনাভাইরাস শনাক্ত হওয় দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাড়ি দুটি লকডাউন করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘বায়েজিদ থানাধীন এলাকার এক নারী করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িটি লকডাউন করা হয়েছে।’
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘ইপিজেডের তালতলা এলাকায় একটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করা রয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল