চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কের ফয়’স লেক এলাকার ইউএসটিসি’র বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার করোনা ইউনিট চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
এসময় তিনি বলেন, হাসপাতালটিতে করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে পুলিশ ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়া হবে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই হাসপাতাল পর্যায়ক্রমে ২০০ শয্যার চিকিৎসা সেবা দেয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মো. কামরুল হাসান বলেন, হাসপাতালের করোনা ইউনিটের অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। আমাদের অভ্যন্তরীণ কিছু কাজ বাকি রয়েছে। আজ-কালকের মধ্যে হাসপাতালে রোগী ভর্তি করানো যাবে। করোনা চিকিৎসায় ১০০টি শয্যা রয়েছে। এ ছাড়া তিনটি আইসিইউ’র ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসাসেবা দিতে আপতত ১৮ জন নার্স এবং ৮ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল