চট্টগ্রামে মাহবুবুর রহমান (৫০) নামে এক ট্রাফিক সার্জেন্ট মারা গেছেন। মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মাহবুব চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত ছিলেন।
ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সার্জেন্ট মাহবুব। পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনার কোনো উপসর্গ না থাকলেও নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন