চট্টগ্রামে আইসিইউ’র অভাবে এবার মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধার।
তিনি পশ্চিম বাকলিয়ার সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল্লাহ স্ত্রী।
জানা গেছে, তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত তিন দিন আগে শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন সাপোর্টে রাখা হয়।
রোগীর আইসিইউ প্রয়োজন হলে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে আইসিইউ’র খোঁজ নেয়া হয়। কোথাও না পেয়ে বাধ্য হয়ে পার্কভিউ হাসপাতালে অক্সিজেন সার্পোটে রাখা হয়। শেষ পর্যন্ত জেনারেল হাসপাতালে আইসিইউ খালি পাওয়া গেলেও ভর্তি প্রক্রিয়া শেষ করতে করতেই তিনি মৃত্যুবরণ করেন।
রোগীর স্বজন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সারওয়ার বলেন, আমার চাচি অসুস্থ হওয়ার পর চট্টগ্রামের এমন কোন হাসপাতাল নেই যেখানে আইসিইউ’র জন্য যোগাযোগ করিনি। কোথাও আইসিইউ বেড মেলেনি। পরে জেনারেল হাসপাতলে একটি সিট পাওয়া গেলে সেখানে নিয়ে যাওয়ার পর ভর্তি প্রক্রিয়া শেষ হতে হতে তিনি মৃত্যুবরণ করেন।
এই সাংবাদিক নেতা আরও বলেন, চট্টগ্রামে যে আইসিইউ রয়েছে তা খুবই অপর্যাপ্ত। অতি শীঘ্রই তা বাড়ানো না গেলে মৃত্যুর মিছিল আরও দীর্ঘতর হবে। এখনই প্রয়োজন চট্টগ্রামে পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা করা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন