জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন এবং জেলা পুলিশ সুপার এসএম রাশিদুল হক। এসময় বকুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দোলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাংগীর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) শামসুল আরেফিনসহ বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন