সরকার নিজের মসনদ টিকিয়ে রাখতে দমন নীতি অনুসরণ করছে। মামলা হামলার পাশাপাশি গুম করে বিএনপি ও প্রতিপক্ষ রাজনীতিক দলের উপর নিপীড়ন করছে। সোমবার বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ দাবি করা হয়। বিএনপি’র দলীয় কার্যালয় নাসিমন ভবনে বিকেলে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির ও চাকুস ভিপি নাজিম উদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছহাক কাদের চৌধুরী, মো. সালাউদ্দিন, নুর আমিন, আজম খান, মো সেলিম চেয়ারম্যান, কাজী সালাউদ্দিন, সোলায়মান মঞ্জু প্রমুখ।
আলোচকরা বলেন, বিচার বহির্ভূত প্রক্রিয়ায় মানুষকে হত্যা ও গুম করা আজ সরকারের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে দলীয় ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। স্বাধীনতার চেতনাকে বিনষ্ট করে দিয়ে তারা একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। ক্ষমতাসীনরা এখন ইতিহাস বিকৃত করার প্রক্রিয়ায় জিয়াউর রহমান এবং জিয়া পরিবারকে খাটো করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল