চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কদমতলী ও পশ্চিম মাদারবাড়ী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. সাগর (২০) ও শাফায়েত হোসেন চৌধুরী (৪৫)। মঙ্গলবার সকালের দিকে এই দুর্ঘটনা দুটি ঘটেছে।
সদরঘাট থানার এসআই জাকের হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিম মাদারবাড়ি পানির টাংকি এলাকায় ট্রাকের ধাক্কায় সাগর নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোর নিহত হয়েছে। এছাড়া সকাল সাড়ে ১০টায় টার দিকে সদরঘাট থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় কার্ভাড ভ্যানের ধাক্কায় সাফায়েত নামে আরেক বাইসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনায় কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিসি (পোর্ট কানেকটিং) রোডটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে ডিটি (ঢাকা ট্রাং) রোডে ভারী যানবাহন ট্রাক, কার্ভাড ভ্যান, লরিসহ ছোট বড় সব ধরনের যানচলাচল কয়েকগুন বেড়েছে । এতে মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশা নিয়ে চলাচল করা সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনায় শিকার হচ্ছেন। গেল ১৫ দিনে এই ডিটি রোডে সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে পিসি রোড সংস্কার করলে ডিটি রোডের চাপ কমবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার