চট্টগ্রামে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নামে আবদুল করিম। মঙ্গলবার গভীর রাতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মেট্রো মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো রাশেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার