চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) প্রায় দুই মাস বন্ধ থাকার পর উৎপাদন শুরু করেছে। গত মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে রাষ্ট্রায়ত্ত সার কারখানাটি উৎপাদন শুরু করে। শুরুর প্রথম দিনে ৮৭২ টন ইউরিয়া সার উৎপাদন করে কারখানাটি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে এটি পরিচালিত হয়।
জানা যায়, গ্যাস সংকটসহ নানা কারণে গত এপ্রিল মাস বন্ধ থাকে সার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। পরে গত জুনে তা চালু করা হয়। কিন্তু এমোনিয়ার রিফর্মার টিউব ফেটে যাওয়ায় গত জুলাই ও আগস্ট দুই মাস আবারও বন্ধ থাকে। এখন এমোনিয়ার রিফর্মার টিউব মেরামত করে আবারও সার কারখানাটি চালু করা হয়।
সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম বলেন, ‘গ্যাস নির্ভর সিইউএফএল গত প্রায় দুই মাস বন্ধ ছিল। গত মঙ্গলবার পুনরায় এটি আবারও চালু করতে সক্ষম হয়েছি। প্রথম দিন ৮৭২ টন ইউরিয়া উৎপাদিত হয়েছে। আশা করি পর্যায়ক্রমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। আগামীতে দৈনিক ১ হাজার ২০০ টনে উন্নীত করার করার প্রক্রিয়া চলছে।’
জানা যায়, ১৯৮৭ সালে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় সিইউএফএল স্থাপিত হয়। এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ ৬১ হাজার টন। প্রায় ১ হাজার জনবল থাকার কথা থাকলেও বর্তমানে বেশ কিছু পদ শূন্য রয়েছে। ফলে উৎপাদনে ঘাটতি হয় বলে জানা যায়।
বিডি প্রতিদিন/ আবু জাফর