চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঁতাত করে এদেশে পাকিস্তানি চেতনা কায়েম করার অপচেষ্টা চালিয়ে এসেছে। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমান জাতির জনকের আত্মস্বীকৃত খুনিদেরকে রাষ্ট্র যন্ত্রে স্যাটেল করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আ জ ম নাছির উদ্দীন বলেন, এদেশে যাতে জাতির জনকের হত্যার কোন বিচার না হয় সেজন্য পাস করেছিলেন ইনডেমনিটি অধ্যাদেশ। তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকে যাতে জাতির হৃদয়ে প্রশ্নবিদ্ধ করে রাখা যায়, বঙ্গবন্ধুর মত এক মহীরুহ কিংবদন্তীকে নিয়ে জাতি যাতে বিভ্রান্তির বেড়াজালে বন্দি থাকে সেজন্য সকল ধরণের অপপ্রচার চালিয়ে গেছেন।
লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন